প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৪:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৫, ৭:৫৮ পি.এম
মঠবাড়িয়ায় কৃষকদের মাঝে চারা-সার ও বীজ বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে মঠবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ নারিকেল চারা, ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি অফিসার কামরুন নেছা সুমীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুল হালিম তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ ডাক্তার দীনেশচন্দ্র মজুমদার, উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি আবুল কালাম আজাদ ও সাংবাদিক আবুল বাশার প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কামরুন নেছা সুমী জানান, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় মঠবাড়িয়ায় ৭৫০ জন কৃষকদের মাঝে ৫ কেজি করে আমন ধানের বীজ ও ২০ কেজি করে দুই ধরনের সার, ৬২০ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা, ৩২০ কে তালের বীজসহ বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া