মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে রিয়াজ হাওলাদার নামে এক কৃষকের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে প্রতিপক্ষ বাবুল চৌকিদারের লোকজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার ছোট হারজী গ্রামে। এঘটনায় উভয় পক্ষ মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, ছোট হারজী গ্রামের বাবুল চৌকিদার ও সোবহান হাওলাদারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, বাবুল চৌকিদারের লোকজন সোবহান হাওলাদারের পুত্র কৃষক রিয়াজের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে ।
রিয়াজের স্ত্রী নাসরিন জানান, সোবহান হাওলাদারের ভাইয়ের ছেলে মন্টু ১০-১২ জন লোক নিয়ে তাদের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় হামলাকারীরা তাদের খাট, শোকেজ, টিভি, স্টিলের আলমিরা, ফ্যান, প্লেট, প্রিচ সহ ঘরের হাড়ি-পাতিল সব কিছু ভেঙ্গে তছনছ করে ফেলে এবং তাদের নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে যান। এছাড়া তার শ^শুর সোবহান হাওলাদারের বসত ঘরেও হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে আত্মগোপনে থাকা তার শ^শুর সোবহান হাওলাদার ও শাশুরী বকুল বেগমকে উদ্ধার করে।
অপর দিকে বাবুল চৌকিদার জানান, প্রতিপক্ষের হামলায় তিনি সহ তার পরিবারের সাতজন আহত হয়েছেন। এর মধ্যে মহারাজ হাওলাদার ও সান্টু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় রেফার করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত