
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ শাহ আলম ও মোসাঃ মাহমুদা আক্তার রুনু নামে এক দম্পতিকে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওই দম্পতি মঠবাড়িয়া থানায় পৃথক দুইটি সাধারণ ডায়েরী করেছেন।
ডায়েরী সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মোঃ শাহ আলম ও মোসাঃ মাহমুদা আক্তার রুনু দম্পতির সাথে একই এলাকার মৃত পনু মিয়া হাওলাদারের পুত্র ছগির হোসেন, রফিকুল ইসলাম ও মৃত ফজলুল হকের পুত্র নাসির উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ওই দম্পতিকে খুন জখমসহ বিভিন্ন ধরণের হুমকি দিলে প্রথমে মোঃ শাহ আলম ও পরবর্তীতে তার স্ত্রী মোছাঃ মাহমুদা আক্তার রুনু মঠবাড়িয়া থানায় পৃথক দু’টি সাধারণ ডায়েরী করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যাপারে তদন্ত শেষে আইনী ব্যবস্থা নেয়া হবে।