মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ‘‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস মিয়া, মঠবাড়িয়া সরকারি কলেজের প্রভাষক রাজু আহমেদ ও শিক্ষক আঃ কুদ্দুস খান প্রমূখ। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক ও ইমামসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত