মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী এলাকার মোঃ মামুন জমাদ্দার নামে এক সৌদি প্রবাসীর দোকান ঘর জোর পূর্বক দখলে নেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার কামাল হোসেন হাওলাদার ও আবু মাষ্টার সহ তাদের দলবলের বিরুদ্ধে। এঘটনায় দখলদারদের কবল থেকে দোকান ঘর ফিরে পেতে শনিবার সকালে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী মামুন জমাদ্দারের স্ত্রী কানিজ ফাতিমা (মিশু)। লিখিত বক্তব্যে তিনি বলেন, মঠবাড়িয়া পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী ৩৭নং জে.এল এর ১৭৬নং হোল্ডিংয়ে তারা বসবাস করেন। উক্ত হোল্ডিংয়ে তাদের একখানা টিনসেট ঘর ও সামনে সরকারি ওয়াবদার ঢালে চার শাটার বিশিষ্ট একটি সেমিপাকা দোকান ঘর রয়েছে। ০৫ আগস্ট সরকার পতনের পর দক্ষিণ মিঠাখালী এলাকার আব্দুল আজিজ হাওলাদারের পুত্র কামাল হোসেন হাওলাদার ও বিএনপি নেতা আবু মাষ্টার লোকজন নিয়ে জোরপূর্বক তাদের দোকান ঘর দখল করে নেয়। এ সময় তার বৃদ্ধ শাশুড়ি বাঁধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়াসহ খুন জখমের হুমকি দেন। বর্তমানে কামাল হোসেন তাদের দোকান ঘর খানা দখলে নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। এবিষয় অভিযুক্ত আবু মাষ্টার ও কামাল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত