
শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই শিশু সন্তানসহ নুপুর রানী নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। এঘটনায় নিখোঁজ নুপুর রানীর পুত্র সাগর (২২ মে) সোমবার রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। নিখোঁজ চার সন্তানের জননী নুপুর উপজেলার কচুবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী সুজন মন্ডলের স্ত্রী। নিখোঁজ নুপুর রানীর পুত্র সাগর জানান, গত ৭ মে পনের মাস বয়সী ছোট ভাই সৌরভ ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছোট বোন স্বর্ণাকে নিয়ে তার মা ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কপম্লেক্সে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। তবে সাগর জানান, গত কয়েক মাস ধরে একই এলাকার আদেল উদ্দিনের ছেলে অটো চালক জামাল নামে এক ব্যক্তি সাথের তার মা নুপুর রানী ধর্ম ভাইয়ের সম্পর্ক করেন। সে সুবাদে জামাল প্রায়ই তাদের বাড়িতে আসা যাওয়া করত এবং তাকে নিয়ে সম্প্রতি খুলনায় ডাক্তার দেখাতে যায়। সাগর আরো জানান, তার মা নিখোঁজের পর থেকে ওই অটো চালক জামালেরও কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছে। এদিকে গত ১৭ দিন ধরে মা ও ছোট দুই ভাই-বোনের সন্ধ্যান না পাওয়ায় সাগর ও তার অপর ছোট বন্যা প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। বাবা প্রবাসে থাকায় এবং মা নুপুর রানী দুই ভাই-বোন নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ায় সারাদিনই চোখের অশ্রু ঝড়ছে ৮ বছর বয়সী বন্যার।
স্থানীয় চৌকিদার জামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে নুপুর রানী পরকীয়া প্রেমের টানে দুই শিশু সন্তান নিয়ে অটো চালক জামালের সাথে কোথাও চলে গেছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রবাসীর স্ত্রীকে উদ্ধারে পুলিশী তৎপরতা অব্যহত আছে।