মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় মেহেদী হাসান নাঈম নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার বড় মাছুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাঈম উপজেলার বড় মাছুয়া এলাকার মৃত ফজলুর রহমান আকনের ছেলে। নাঈম বড় মাছুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৭ জুলাই মঠবাড়িয়া উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাংচুরের মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় আরো একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত