
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি এবং বিষমুক্ত আধুনিক কৃষির ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল রূরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, কৃষক ও গনমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন। এসময় উপজেলা কৃষি অফিসার মোসাঃ কামরুনে নেছা সুমির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার, উপজেলা প্রকৌশলী মোঃ জিয়ারুল ইসলাম, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা জামায়াত ইসলামীর রাজনৈতিক সেক্রেটারী আবুল কালাম আজাদ, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনির আকন, ইউপি সদস্য শারমিন আক্তার ও কৃষক হারুন অর রশিদ প্রমূখ।
এসময় উপজেলা কৃষি অফিসার মোসাঃ কামরুনে নেছা সুমি বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি ও মানসম্মত তথ্য ব্যবস্থা বাস্তবায়িত হচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত