শাকিল আহমেদ, মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ অফিসের লোক পরিচয় দিয়ে গ্রহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা আদায়ের সময় রিয়াজুল ইসলাম নামে এক প্রারককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন স্থানীয় জনতার হাত থেকে প্রতারক রিয়াজুলকে উদ্ধার থানা পুলিশে সোপর্দ করেন। প্রতারক রিয়াজুল বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভূতেরদিয়া গ্রামের আক্কাস আলীর পুত্র।
জানা গেছে, প্রতারক রিয়াজুল গত তিন মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ভূয়া বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে গ্রামের সহজ-সরল লোকদের কাছে যায়। এরপর গ্রহকের বিদ্যুৎ বিল বকেয়া আছেসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
উপজেলার দেবিপুর এলাকার সালাম হাওলাদার জানান, তার কাছ থেকে ওই প্রতারক দুইটি বকেয়া বিদ্যুৎ বিল বাবদ ৮ হাজার ৫ শত টাকা নেয়। এছাড়া মিটার পরিবর্তনের কথা বলেও তার কাছ থেকে ২ হাজার ৫ শত টাকা নিয়ে আসে। কিন্তু ওই টাকা অফিসে জমা না দিয়ে রিয়াজুল তা আত্মসাৎ করে। এভাবে একের পর এক গ্রহকদের সাথে প্রতারণা করলে বিষয়টি পল্লী সমিতির নজরে আসে এবং তারা কারো হাতে টাকা না দেওয়া জন্য মাইকিং করেন। কিন্তু প্রতারক রিয়াজুল মঙ্গলবার বিকেল উপজেলার ভেচকী গ্রামে ভূয়া বিদ্যুৎ বিল নিয়ে গেলে এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দেয়।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি মঠবাড়িয়া জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার (ডিজিএম) মোতালেব হোসেন জানান, রিয়াজুল একজন বড় মাপের প্রতারক। সে এর আগে পাশর্^বর্তী নাজিরপুর উপজেলায় এভাবে করে ৩ মাস কারাগারে ছিল। জেল থেকে মুক্তিপেয়ে মঠবাড়িয়া এসে গ্রাহকদের সাথে প্রতারণ শুরু করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, ওই প্রতারককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মঠবাড়িয়ায় প্রতারক যুবককে গণধোলাই
Leave a comment