
শাকিল আহমেদ, মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে কোপে আহত মুবিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মুবিন মারা যান। এর আগে বুধবার সন্ধ্যায় মুবিন ও তামিম নামে দুই যুবককে শহরের নিউ মার্কেট এলাকার সনি রাং্যস শো-রুম সম্মুখ সড়কে প্রতিপক্ষরা তাদেরকে কুপিয়ে ফেলে রেখে যায়। নিহত মুবিন মঠবাড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি ডা: ইদ্রিস আলী মহারাজের কনিষ্ঠ পুত্র এবং তামিম থানাপাড়া এলাকার হুমায়ূন মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে শহরের থানাপাড়া এলাকার খোকন মোক্তারের পুত্র রনি সহ একদল যুবক সনি রাং্যসের সম্মুখ সড়কে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে আহতদের রাতেই ঢাকায় রেফার করা হয়। ঢাকায়
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মুবিন মারা যায়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মুবিন মারা যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।