মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জাকির হোসেন হাওলাদার নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ডাকাত দল ওই প্রবাসীর পৌরসভার ৮নং ওয়ার্ডের সবুজ নগর এলাকার বসত ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। এসময় ডাকাত দলের সদস্যরা প্রবাসীর বৃদ্ধ শ^াশুরী রেনু বেগম ও পুত্রবধূ সুরাইয়া আক্তার মালাকে বেধড়ক মারধর করে। এছাড়া বসত ঘরের আলমীরা, শো-কেজ, সিসি টিভির ক্যামেরা সহ আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে।
প্রবাসীর স্ত্রী রিনা খান জানান, তিনি শারীরিক ভাবে অসুস্থ্য হওয়ায় মঙ্গলবার দুপুরে দুই ছেলেকে সাথে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যান। বাড়িতে তার বৃদ্ধ মা ও এসএসসি পরীক্ষার্থী পুত্রবধূ সুরাইয়াকে রেখে যান। গভীর রাতে ৭-৮ জনের একটি ডাকাত দল বসত ঘরের পিছন দিকের জানালার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার ও তার ছোট বোন রেবা আক্তারের জমি ক্রয়ের জন্য ঘরে থাকা নগদ ৩০ লাখ টাকা এবং নিজের ও আত্মীয় স্বজনদের গচ্ছিত প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
পুত্রবধূ সুরাইয়া জানান, রাত তিনটার দিকে ডাকাত দল বসত ঘরে প্রবেশ করে। এরপর টাকা ও স্বর্ণলংকারের জন্য ডাকাতরা তাকে বেধড়ক মারধর করে। এমনকি তার বৃদ্ধ নানী শ^াশুরীকেও তারা মারধর করেছে। পরে আলমিরা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে যায়।
এব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
মঠবাড়িয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Leave a comment