
মঠবাড়িয়া প্রতিনিধিঃ সুন্দরবন রক্ষা করি, প্লাস্টিক পলিথিন বর্জন করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ এক প্রতিযোগিতা বুধবার সকালে শহরের খাস মহল লতীফ ইনষ্টিটিউশন অনুষ্ঠিত হয়েছে। বেসকারী উন্নয়ন সংস্থা রূপান্তর পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় খাস মহল লতীফ ইনষ্টিটিউশনের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ ও রচনা প্রতিযোগিতার পূর্বে খাস মহল লতীফ ইনষ্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রূপান্তরের পিরোজপুর জেলা সমন্বয়কারী ও ইয়থ ফর দ্যা সুন্দরবন এর জেলা প্রজেক্ট ম্যানেজার সাহিদা বানু সোনিয়া, খাস মহল লতীফ ইনষ্টিটিউশনের সহকারী শিক্ষক আঃ সালাম মল্লিক, ইয়থ ফোরামের আহবায়ক রাসেল রায়হান, সাইফুল ইসলাম খান ও সদস্য মাসুম বিল্লাহ প্রমুখ। এসময় বক্তারা সুন্দরবন রক্ষা ও প্লাস্টিক বর্জন নিয়ে বিভিন্ন দিক নিদের্শনা মূলক আলোচনা করনে। পরে কুইজ ও রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।