মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ওয়ার্ড বিএনপি’র নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেতমোর রাজপাড়া ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বেতমোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পান্না মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ফরাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সোয়েব সামস সওকত, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওলিউল ইসলাম রিপন মাতুব্বর, পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাদল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, বেতমোর ইউনিয়ন যুবদলের আহবায়ক হাফিজ খান, যুগ্ম আহবায়ক আবু হানিফ প্রমুখ।
বক্তারা বলেন, রোববার সন্ধ্যায় বেতমোর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমাদুল হক সাংরাইল বাজারে বিএনপি নিয়ে কটাক্ষ করায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এর প্রতিবাদ করে। পরে ওয়ার্ড বিএনপির সভাপতি আবু ছালেহ দফাদার তাকে থানা পুলিশের হাতে তুলে দেয়। এতে বিএনপির কতিপয় নেতা ক্ষুব্ধ হয়ে আবু ছালেহ দফাদারকে গালাগালি করে এবং থানায় তদবির করে আওয়ামী লীগ নেতা এমাদুল হককে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এছাড়া বেতমোর রাজপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু ছালেহ এর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে কয়েকটি অনলাইনে অপপ্রচার চালায়।