
শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ার সূর্যমনি গ্রামে নূর হোসেন নান্টু জমাদ্দার নামে এক বৃদ্ধের জমির মাটি কেটে দখল চেষ্টার অভিযোগ উঠেছে সৎ ভাই আমজেদ হোসেন মনসুর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় নূর হোসেন নান্টু জমাদ্দার মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
নূর হোসেন নান্টু জমাদ্দার জানান, তিনি মঠবাড়িয়ার পূর্ব সেনের টিকিকাটা মৌজার ৩৬নং জে,এল,এর ৪৪, ৪৫ ও ৪৩৬নং খতিয়ানে কবলা ও পৈত্রিক সূত্রে ১ একর ৭২ শতক জমির মালিক। উক্ত জমি দীর্ঘদিন ধরে তার দখলে আছে। এছাড়া ঐ জমিতে তার স্ত্রী কবর স্থান ও পাঞ্জেগানা মসজিদও রয়েছে। কিন্তু তার সৎ ভাই আমজেদ হোসেন মনসুন উক্ত জমির মধ্যে জমি পাবে বলে দাবী করে দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করে আসছে। সর্বশেষ গত ৬মার্চ ওই জমির মাটি কেটে দখলের চেষ্টা চালায়। এসময় তিনি বাঁধা দিলে তাকে বিভিন্ন রকম হুমকি দেয়। পরে নূর হোসেন নান্টু জমাদ্দার মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালিশ বৈঠক মানিয়ে দেন। কিন্তু আমজেদ হোসেন মনসুর নির্ধারিত তারিখে সালিশ বৈঠকেও উপস্থিত হননি। নূর হোসেন নান্টু জমাদ্দার আরো জানান, তার সৎ ভাই মনসুরের জমি ৪৪নং খতিয়ানে থাকলেও সেই জমি নাল হওয়ায় সে তার বাড়ির মধ্য থেকে জমি দখলের চেষ্টা চালান।
এব্যাপারে আমজেদ হোসেন মনসুন জমি দখল চেষ্টার কথা স্বীকার করে বলেন, তিনি উক্ত জমির মধ্যে পৈত্রিক ও ক্রয়সূত্রে ১৬ শতক জমি পাবেন।