মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান হিসেবে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিরতণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ৩৫জন মৎস্যজীবীদের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়। মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ পূর্বে উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ আব্দুস ছালাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রানা মিয়া, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক, প্রশাসন-২ মোস্তফা আল-রাজীব, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ অফিসার প্রদীপ রায়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।