শাকিল আহমেদ, মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় অবরোধের সমর্থনে মিছিলের চেষ্টার সময় থানা পুলিশ উপজেলা যুবদলের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া-চরখালী সড়কের হালিফ মোল্লার মাছের ঘের সম্মুখ রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সদস্য এবং উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আবুল কাসেম হাওলাদারের পুত্র মোঃ রিয়াজুল ইসলাম (৩৫), উপজেলা যুবদলের সদস্য চালিতাবুনিয়া গ্রামের চান মিয়ার পুত্র আবু ইউসুফ (৪১), দাউদখালী এলাকার আনোয়ার হোসেনের পুত্র মোঃ জাকির হোসেন (৩৫), একই এলাকার নূর মিয়া খানের পুত্র মোঃ সাগর খান (৩০), মানিক জমাদ্দারের পুত্র মোঃ জালাল জমাদ্দার (৩৫), মোঃ ফজলুল হকের পুত্র মোঃ ইসা (৩০), আঃ জব্বার জমাদ্দারের পুত্র সুমন জমাদ্দার (৩৪) ও চালিতাবুনিয়া গ্রামের হাবিব হাওলাদারের পুত্র মোঃ রাজু হাওলাদার (২০) ও চান মিয়া হাওলাদারের পুত্র মোঃ ইলিয়াস হাওলাদার।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, বিএনপি-জামায়াতের ২য় দফায় ডাকা অবরোধের শেষ দিনে আটককৃতরা মঠবাড়িয়া-চরখালী সড়কের হালিফ মোল্লার মাছের ঘের সম্মুখ রাস্তায় মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুবদলের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করে।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) আঃ হালিম তালুকদার জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত