
মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় আমেনা খাতুন নামে এক শিক্ষিকার মেয়ের সাথে তর্ক করায় থাপ্পড় মেরে উম্মে রোকাইয়া রোজা নামে ৩য় শ্রেনির এক ছাত্রীর কান ফাঁটিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১৩৮নং কুমিরমারা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এঘটনার বিচার চেয়ে ওই শিক্ষার্থীর মা উম্মে হাবিবা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, শিক্ষিকা আমেনা খাতুনের মেয়ে ফাতিমা জান্নাত রুহীর সাথে উম্মে রোকাইয়ার শিশু সুলভ বাক বিতান্ডা হয়। একপর্যায়ে সহকারী শিক্ষিকা আমেনা খাতুন এসে তার মেয়ের কথা শুনে আক্রোশ বশত উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মেয়ের বাম কানে সজোরে থাপ্পড় মারে। উক্ত আঘাতের কারণে রোকাইয়া কানে ব্যথা অনুভব করে এবং সে চিৎকার করে কাঁদতে থাকে। পরে রোকাইয়াকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য বলেন। বর্তমানে রোকাইয়া বাম কানে কম শুনতেছে বলে অভিযোগে উল্লেখ করেন।
এ ব্যাপরে সহকারী শিক্ষিকা আমেনা খাতুনের সাথে যোগাযোগ করলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।