মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্লেড দিয়ে এক স্কুল ছাত্রীর দুই গাল কেটে দেওয়া চাঞ্চল্যকর মামলার আসামী মোস্তাফিজুর রহমান ওরফে সাব্বিরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঠবাড়িয়া থানা পুলিশ র্যাব ৭ এর সহায়তায় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানাধীন সী-বিচ এলাকা থেকে সাব্বির কে গ্রেফতার করে শনিবার রাতে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান ওরফে সাব্বির উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের চরভোলমারা এলাকার মহারাজ হাওলাদারের পুত্র। এদিকে রোববার সকালে থানা পুলিশ সাব্বিরকে আদালতে সোপর্দ করেছে।
জানাগেছে, উপজেলার বড় মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের নবম শ্রেণির এক ছাত্রীর সাথে সাব্বিরের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক ছিন্ন হওয়ায় সাব্বির ওই স্কুল ছাত্রীর ওপর ক্ষেপে যায়। এর জের ধরে গত বছরের ২৬ শে নভেম্বর ওই স্কুল ছাত্রী স্কুলের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে বড় মাছুয়া আবাসনের খেয়াঘাট এলাকার মোল্লা বাড়ি নামক স্থানে পৌঁছা মাত্র সাব্বির ব্লেড দিয়ে ওই ছাত্রীর দুই গালে পোচ দেয়। এতে এই ছাত্রী গুরুত্বর আহত হয়। এঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ওই দিন রাতেই সাব্বিরকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকে সাব্বির পলাতক ছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে সাব্বির অবস্থান নিশ্চিত হয়ে র্যাব ৭ এর সহযোগিতায় চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীর গাল কাটা মামলার আসামী গ্রেফতার
Leave a comment