মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ২শ’ পিস ইয়াবাসহ রাসেল তালুকদার (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল উপজেলা কবুতরখালী গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল তালুকদার উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের হোতখালী গ্রামের জামাল তালুকদারের ছেলে।
মঠবাড়িয়া থানার এসআই নূর আমিন জানান, রাসেল তালুকদার দীর্ঘ দিন ধরে মাদকের কারবার করে আসছিল। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে ক্রেতা সেজে উপজেলার কবুতর খালী গ্রামের তার আত্মীয়র বাড়ি থেকে ২শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান তালুকদার জানান, রাসেলের তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত