
মঠবাড়িয়া প্রতিনিধি: ঝালকাঠিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মঠবাড়িয়ার দুই বিএনপি নেতার মৃত্যুতে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে তীব্র বেদনা ও শূন্যতা। একসঙ্গে দুই নেতার এমন আকস্মিক মৃত্যু মঠবাড়িয়ার রাজনীতিতে অপূরনীয় ক্ষতি হয়েছে বলে নেতাকর্মীরা মনে করেন।
বরিশাল থেকে মঠবাড়িয়ায় আসার পথে বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি শহরের ব্র্যাক মোড় এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ব্র্যাক মোড়ের পূর্ব দিকে বাপ্পি ভিলার সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপের পিছন দিকে ধাক্কা লাগে বিএনপি নেতাদের মোটরসাইকেলটি। এসময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। অপর দিকে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মঠবাড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মঞ্জু নিহত এবং মঠবাড়িয়া পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর হায়দার বাদল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে জাহাঙ্গীর হায়দার বাদলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। তাদের মৃত্যুর খবর শোনার সাথে সাথে স্বজনসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জাহাঙ্গীর হায়দার বাদল দীর্ঘদিন ধরে যুবদলে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংগঠনিক দক্ষতার কারণে দলীয় মহলে বিশেষভাবে সম্মানিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও গভীর শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। একইভাবে মিজানুর রহমান মঞ্জু ছিলেন এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী, যাঁর মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন অনেকে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ছবি ও স্মৃতিচারণমূলক লেখায় ভরে ওঠে টাইমলাইন। দলীয় সহকর্মী ও শুভানুধ্যায়ীরা একে মঠবাড়িয়ার রাজনীতির জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করছেন।
এদিকে শুক্রবার আসর নামাজবাদ হাজারো মুসল্লীদের উপস্থিতিতে শহীদ মোস্তফা খেলার মাঠে মিজানুর রহমান মঞ্জু ও এশার নামাজের পরে জাহাঙ্গীর হায়দার বাদলের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন দুলালসহ অনেক নেতাকর্মী কান্নায় ভেঙ্গে পড়েন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত