
মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫নং মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০২৪-২০২৫ অর্থ বছরের এ বাজেট ঘোষণা করা হয়। উন্মুক্ত বাজেট ঘোষণা সভায় সভাপতিত্ব করেন ৫নং মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এ বি এম ফারুক হাসান। ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আনিচুর রহমান ৫ লাখ ৬৫ হাজার টাকার ঘাটতি বাজেট সহ এক কোট ৬০ লাখ ৭১ হাজার টাকার আয় ব্যয়ের হিসাব উত্থাপন করেন। বাজেট সভায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী রহিত ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যগণ, শিক্ষক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

