শাকিল আহমেদ, মঠবাড়িয়া (পিরোজপুর) : কোটা আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানার সামনে পুলিশের লুট হওয়া অস্ত্র হাতে ছবি তুলে ভাইরাল হওয়া মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রুমেলকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রুমেলকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিটি ১৪ আগস্টের (বুধবার) হলেও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনিদির্ষ্ট অভিযোগে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা শাখার সদস্য সচিব তাহসিন জামান রোমেলকে সদস্য পদ সহ দল থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া বহিষ্কৃত নেতৃবৃন্দের অপকর্মের কোন দায় দায়িত্ব দল নিবেনা এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার অনুরোধ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেল জানান, ৫ আগস্ট তিনি ছাত্র-জনতার সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিল যখন ঢাকার ভাটারা থানার সামনে আসে তখন তিনি দেখেন বিক্ষুব্ধরা থানা ভাংচুর ও নাশকতা করছে। সে সময় রাস্তায় পুলিশের কয়েকটি অস্ত্র পড়ে থাকতে দেখেন। ভাটারা থানার সামনে অবস্থান করা সেনাবাহিনীর কাছে তিনি অস্ত্র জমা দেন। তার হাতে থাকা অস্ত্রটির ছবি কে বা কারা তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন তিনি তা জানেন না। তবে তিনি কোনো নাশকতা করেননি এবং তার কাছে কোনো অস্ত্র নেই বলে জানান রোমেল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত