
বিজ্ঞপ্তি : মহানগরীর খানজাহান আলী রোড, ফেরীঘাট থেকে রূপসা পর্যন্ত অনেকগুলো সংযোগ সড়ক বিদ্যমান। যার মধ্যে ঐতিহ্যবাহী মডার্ণ ফার্নিচার মোড় দু’টি সংযোগ সড়ক আছে, একটি দক্ষিণ দিকে মৌলভীপাড়া-পূর্ব বানিয়াখামার-দোলখোলা এবং অপরটি উত্তর দিকে বাইতিপাড়া-মির্জাপুর গেছে। গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটি দীর্ঘদিন যাবত কেএমপি’র ট্রাফিক বিভাগ বন্ধ করায় এলাকার বাসিন্দা ও ছাত্র-ছাত্রীদের চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে। সংযোগ সড়কটি বন্ধ থাকায় পথচারীদের টিবি বাউন্ডারী রোড অথবা সিটি কলেজ মোড় হয়ে যাতায়াত করতে হচ্ছে। রিকসা-গাড়িতে আরও ঘুরপথে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে ঐ দুটি সংযোগে যানজট আরও বৃদ্ধি পাচ্ছে। এলাকার ভুক্তভুগী বাসিন্দরা কেএমপি কমিশনার, স্থানীয় কমিশনারসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের নিকট আবেদন-নিবেদন করা সত্বেও সংযোগ সড়কটি খুলে না দিয়ে বর্তমানে স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। এলাকাবাসীর দুর্গতি লাঘবের প্রত্যাশায় মেয়র ও সংসদ সদস্য বরাবর উল্লিখিত সংযোগ সড়কটি খুলে দেবার অনুরোধ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষে সভাপতি খালিদ হোসেন ও মহাসচিব এস এম সোহরাব হোসেন।
অনুরূপ বিবৃতি দিয়েছেন আছিয়া-সাত্তার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, খুলনা ট্রেনিং এন্ড রীহ্যাবিলিটেশন সেন্টার অব দি ব্লাইন্ড, খুলনা জেলা মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ।