মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে আলোচিত অপহরন মামলায় আদালত উপজেলা চেয়ারম্যানের এপিএস আশিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গতকাল রোববার শুনানী শেষে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট পলাশ কুমার দালাল এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি অ্যাডভোকেট বশির আহম্মেদ খান। অভিযুক্ত আশিকুর রহমান উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ত্রিপুরাপুর গ্রামের মিজানুর রহমান খানের ছেলে।
জানাযায়, ঠিকাদার প্রতিষ্ঠান মেমার্স অর্থ প্রাইভেট লিমিটেডের স্টাফ সাজিদ হোসেন অফিসিয়াল কাজে গত ১৯ সেপ্টেম্বর মনিরামপুরে আসেন। অভিযোগ করা হয় ওই দিন বিকেল তিনটার দিকে পৌরশহর থেকে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের এপিএস আশিকুর রহমানের নেতৃত্বে অস্ত্র ঠেকিয়ে সাজিদকে অপহরন করা হয়। পরে আশিকুর রহমান মুক্তিপন হিসেবে অর্থ প্রাইভেট লিমিটেডের পরিচালক কাজল বিশ্বাসের কাছে(মোবাইলফোনে) পাঁচলাখ টাকা দাবি করেন।বিষয়টি জানতে পেরে পুলিশ পৌরশহরের গরুহাট এলাকার একটি বাসা থেকে ওই রাতেই সাজিদ হোসেনকে উদ্ধার করে।এ সময় পুলিশ সেখান থেকে আটক করে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের এপিএস আশিকুর রহমানকে। অবশ্য উপজেলা চেয়ারম্যান নাজমা খানম দাবি করেন তিনি গত জুলাই মাসে আশিককে এপিএস থেকে বাদ দিয়েছেন। অপহরনের ঘটনায় সাজিদ বাদী হয়ে আশিকুর রহমানসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে মনিরামপুর থানায় একটি মামলা করেন। এ দিকে আশিককে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী অফিসার এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। রোববার শুনানী শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।তদন্তকারী অফিসার এসআই প্রসেনজিৎ মন্ডল জানান, দুএকের মধ্যে আশিককে জেল হাজত থেকে থানায় আনা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত