যশোর অফিস : সোমবার বিকালে মনিরামপুর উপজেলাধীন ঝাঁপা ইউনিয়নের রাজগঞ্জ পারবাজার ইউনিয়ন পরিষদ মাঠে ৯নং ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের উদ্যোগে (নাজমা-ফারুক সমর্থক) উক্ত ইউনিয়নের চেয়ারম্যান সামছুল হক মন্টুকে যুবলীগের কর্মীদের দ্বারা হুমকি ও শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টার প্রতিবাদে শান্তি সমাবেশ করার ঘোষণা দেন। একই স্থানে ঝাঁপা ইউনিয়নের সুশীল সমাজের ব্যানারে আওয়ামী লীগের অপর অংশ (প্রতিমন্ত্রী সমর্থক) একই সময় ও একই স্থানে পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ করার ঘোষনা দেন। উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উক্ত ঘটনার পরিপেক্ষিতে মনিরামপুর উপজেলা প্রশাসন উক্ত স্থানে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ মোতায়েন করেন এবং উভয় পক্ষের নেতার্মীদের উক্ত স্থান ত্যাগ করতে নির্দেশ প্রদান করেন।পরবর্তীতে চেয়ারম্যান মন্টুর সমর্থকরা উক্ত স্থানের পাশে রাজগঞ্জ বাজারে অবস্থান নিয়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার ভাগিনা মনিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকলে পুলিশ তাদেরকে উক্ত স্থান থেকে সরিয়ে দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং এলাকার সার্বিক নিরাপত্তায় মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত থেকে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মেতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত ৩০ মার্চ একটি বেসরকারি টিভি চ্যানেলে ৯নং ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে বক্তব্য প্রদান করেন। এরই প্রেক্ষিতে যুবলীগের কর্মীরা চেয়ারম্যান সামছুল হক মন্টুকে হুমকি ও শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করেন। এরই প্রেক্ষিতে ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ আজ শান্তি সমাবেশের ঘোষণা দেন। কিন্তু পাল্টা কর্মসূচি হিসেবে প্রতিমন্ত্রী সমর্থকরা একই সময় ও স্থানে সমাবেশ করার ঘোষনা দিলে বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে প্রশাসন এই নিষেধাজ্ঞা আরোপ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত