মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে অস্থিতিশীল পরিবেশ তৈরীসহ নাশকতার অভিযোগে যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট অভিযানে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য কামরুজ্জামানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে এ অভিযান পরিচালিত। গ্রেফতারকৃতদের পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, অস্থিতিশীল পরিবেশ তৈরীসহ নাশকতার অভিযোগে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য কামরুজ্জামান, মনোহরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মশিউর রহমানের ছেলে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, পৌরশহরের দূর্গাপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে আল আমিন হোসেন ও মৃত আব্দুর রহিমের ছেলে আ.লীগ নেতা শরিফুল ইসলামকে অগ্রেতার করে। এছাড়াও নাশকতাসহ ১২ টি বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারিকৃত পলাতক আসামি তেতুলিয়া গ্রামের মুত বাবর আলী বাবুর ছেলে মানজুর হোসেনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। মানজুর বাদে অন্য চারজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।