নেহালপুর প্রতিনিধি
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা মঙ্গলবার যশোরের মনিরামপুরে চিনাটোলায় দরিদ্র কৃষকদের বোরো ধান কেটে দিয়েছে। তাদের এ নান্দনিক উদ্যোগে কৃষকরা আনন্দ প্রকাশ করেছেন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান যুবলীগ নেতা আরিফুল ইসলাম রিয়াদ জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে পরশের আহবানে সাড়া দিয়ে তিনি এ ধান কেটে দেওয়ার কাজে উদ্বুদ্ধ হন। মঙ্গলবার সকালে একটি হারবেস্ট মেশিন ভাড়া করে চিনাটোলা গ্রামের ২০ জন দরিদ্র কৃষকদের জমির বোরো ধান কেটে দেন বলে জানিয়েছেন রিয়াদ। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল খান, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু, স্থানীয় শ্যামকুড় ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, হোসেন আলী, ইউপি সদস্য আবদুল হালিমসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরাও অনুরূপভাবে মঙ্গলবার উপজেলার কাকুড়ি বিলের দরিদ্র কৃষক আবদুল আজিজের দুই বিঘা জমির বোরো ধান কেটে দেন। ধান কাটায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, জামাল হোসেন, মাহমুদুল হাসান রকি, রমেশ দেবনাথ, জিএম রাসেল, নাজমুল হোসেন শান্ত, সাইফুর রহমান অভি, অভি কন্ডু, রায়হান, মাহমুদুল হাসান, শাওন খান, কামরুন হোসেন, জিএম তামিম হাসান প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত