
যশোর অফিস : যশোরের মনিরামপুর উপজেলার বাঁধা ঘাটা এলাকা থেকে, মঙ্গলবার ১০ পিস স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারিকে আটক করা হয়েছে। আটককৃত আসামি হলেন মানিকগঞ্জের সিংড়া থানার নুরুল ইসলামের ছেলে জাহিদুর রহমান।
এ বিষয়ে ডিপি পুলিশের ইনচার্জ রুপন কুমার সরকার জানান, যশোর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, মণিরামপুর থানা পুলিশের সহযোগিতায়, মণিরামপুর উপজেলার পৌর এলাকার বাঁধা ঘাটা নামক স্থানে তল্লাশী চালিয়ে, ১ কেজি ১শ’ ৬৬ গ্রাম ওজনের দশটি সোনার বারসহ এক চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা করা হবে। এ ব্যাপারে মনিরামপুর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।