
মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে তরল জাতীয় বিশেষ ক্যামিকেল ছিটিয়ে স্মৃতিভ্রম করে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা। আর এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মনিরামপুর পৌরশহরের গার্মেন্টস পট্ট্রিতে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
জানা যায়, উপজেলার ভোজগাতী ইউনিয়নের হুরগাতী গ্রামের প্রবাসী আবদুর রহিমের স্ত্রী তানজিলা খাতুন মঙ্গলবার দুপুরে মনিরামপুর পৌরশহরে আসেন কেনাকাটা করতে। দুপুর আড়াইটার দিকে গার্মেন্টস পট্টির পাশে পৌঁছালে অপরিচিত দুই যুবক নিজেদেরকে পোশাক বিক্রেতা পরিচয় দিয়ে তানজিলা খাতুনকে ভাবি সম্বোধন করে সালাম দেন। একপর্যায়ে ওই দুই যুবক তানজিলাকে পটিয়ে তাদের দোকানে নিয়ে যাবার কথা বলে পাশে নিয়ে মুখমন্ডলে তরল জাতীয় ক্যামিকেল ছিটিয়ে দেয়। এর পরপরই স্মৃমিভ্রম হয়ে পড়ে তানজিলা। তখন তাদের কথা মত তানজিলা শরীর থেকে স্বর্ণের চেইন, দুইটা আংটি, দুইটি চুড়ি, একটি মোবাইল সেট ও নগদ টাকা তুলে দেন। এরপর ওই দুই যুবক পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। ওসি (সার্বিক) শেখ মনিরুজ্জামান জানান, ওই প্রতারক চক্রকে আটক করতে এলাকায় অভিযান শুরু করা হয়েছে।

