মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে ইটবোঝাই ট্রলির চাপায় আব্দুল্লাহ হোসাইন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহত হয় মোটরসাইকেল চালক নজরুল ইসলাম। এ সময় এলাকাবাসী ট্রলিটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। নিহত আব্দুল্লাহ হোসাইন(২৪)উপজেলার মুন্সিখানপুর গ্রামের কৃষক কেসমত আলীর একমাত্র ছেলে।
নিহতের খালু দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম কায়ছেদ আলী সহ এলাকাবাসী জানান, আব্দুল্লাহ যশোর সদর উপজেলার কানাইতলায় একটি কারখানায় চাকুরি করতেন। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বাড়ি থেকে প্রতিবেশী নজরুল ইসলামের সাথে মোটরসাইকেলে করে কারখানার উদ্দেশ্যে রওনা হয়। নজরুল মোটরসাইকেল চালাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে মনিরামপুর পৌরশহরের মোহানপুর বটতলায় পৌছলে বিপরীত থেকে আসা ইটবোঝাই ট্রলি তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ভেঙ্গেচুরমার হয় এবং আব্দুল্লাহ ও নজরুল দুজনেই আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা আব্দুল্লাহকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ স্থানীয়দের কাছ থেকে ঘাতক ট্রলিটি জব্দ করেন। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী মাসুদ জানান, নিহতের ঘটনায় কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।