মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে বাড়ি থেকে ফুটবল খেলা করতে গিয়ে নিঁেখাজের ১৮ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শাহরিয়া মুত্তাকিনের। ফলে একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা শোকে মুহ্যমান হয়ে পড়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাহিফুজ্জামানের এক মাত্র ছেলে শাহরিয়া মুত্তাকিন খামারবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। শাহরিয়ার মা শারমিন আকতার জানান, তার ছেলে গত ১৮ আগষ্ট বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে খামারবাড়ি স্কুল মাঠে ফুটবল খেলার উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ফলে এ ব্যাপারে শাহরিয়ার পিতা ২৫ আগষ্ট মনিরামপুর থানায় একটি জিডি করেন। ইতিমধ্যে শাহরিয়ারের সন্ধানে বিভিন্ন এলাকায় পোষ্টার মারা হয়েছে। করা হয়েছে মাইকিং। তার পরও ছেলের সন্ধান না পেয়ে বাবা-মা এখন শোকে মুহ্যমান হয়ে পড়েছে। নিখোঁজের ১৮ দিন পেরিয়ে গেলেও স্কুল ছাত্র শাহরিয়ার সন্ধান পাওয়া যায়নি।যদি কোন সহৃদয়বান ব্যক্তি শাহরিয়ার সন্ধান পান তাহলে অনুগ্রহপূর্বক তার পিতার মোবাইল নম্বরে (০১৭১৮-৭৮৭৯৬০) যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, পুলিশ নিখোঁজ শাহরিয়ারের সন্ধানে কাজ করছে।