মনিরামপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬ তম কারা মুক্তি দিবসে যশোরের মনিরামপুরে রোববার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেলে দলিয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইমলাম, নিস্তার ফারুক, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, ফারুক হোসেন জুলফিকার আলী ভুট্টো, আবু তালেব, একে আজাদ, জেলা মৎস্যজীবী দল নেতা মামনুর রশিদ চমক, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, মাসুদ পারভেজ রুবেল, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, ইমরান হোসেন, কামরুজ্জামান প্রমুখ। পরে মুফতি মফিজুর রহমানের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত