
মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে নিজের মৎস্যখামারে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে খামারী শহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাগডাঙ্গা গ্রামের রজব আলী মোড়লের ছেলে শহিদুল ইসলাম শনিবার সকালে বাড়ির পাশে মাঠে নিজের মৎস্যখামারে বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ দিতে যান। স্থানীয় ইউপি সদস্য আবদুর রউফ জানান, পাম্প চালু করার সময় বিদ্যুৎপৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক রাফেজা খাতুন তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কোন অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় স্বজনদের কাছে দাফনের জন্য শহিদুল ইসলামের লাশ হস্তান্তর করা হয়।