
মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে মোমতাজ আহমেদ সেলিম নামে এক চাষীর মৎস্য ঘেরে রাতে বিষ প্রয়োগ করা হয়েছে। গত শনিবার রাতে দুর্বৃত্তদের দেওয়া বিষে (গ্যাস ট্যাবলেট) প্রায় দেড়লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে রোববার দুপুরে পুলিশ ও উপজেলা মৎস্য অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের মহাদেবপুর শ্মশানের পাশে জয়নগর গ্রামের মৃত শের আলী মোল্যার ছেলে মোমতাজ আহমেদ সেলিম চারবছর ধরে তিনবিঘা জমিতে ঘের নির্মাণের পর বিভিন্ন প্রজাতের মাছ চাষ করে আসছেন। সেলিম জানান, মাত্র একমাস আগে তিনি প্রায় দেড়লাখ টাকার চারামাছ(পোনা) অবমুক্ত করেন। ইতিমধ্যে সেই মাছ বেশ বড় হয়েছে। কিন্তু গত শনিবার রাতে দুর্বৃত্তরা ওই ঘেরে বিষ( গ্রিনফিউম ও কিংফস ব্রান্ডের গ্যাস বিষাক্ত ট্যাবলেট) প্রয়োগ করেন। সেলিম জানান, রোববার সকালে তিনি ঘেরে গিয়ে দেখতে পান সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। তার ধারনা হয়ত এলাকার কেউ শত্রুতামূলক এ ঘটনা ঘটাতে পারে। এ ব্যাপারে মোমতাজ আহম্মদ সেলিম থানায় অভিযোগ করেন। খবর পেয়ে রোববার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ এবং এসআই মলয় কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। মনিরামপুর থানার ওসি (সার্বিক) শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেওয়া হচ্ছে।