যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার সাতনল ব্রীজ এলাকা থেকে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।
নিহত জাহাঙ্গীর আলম মনিরামপুর উপজেলার পাড়িয়ালি গ্রামের নুরুল মেম্বারের ছেলে।
নিহত স্বজনরা জানান, জাহাঙ্গীর আলম ঢাকায় আরএফএল কোম্পানিতে চাকরি করেন। বৃহস্পতিবার তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তার সাথে পরিবারের সদস্যদের ফোনে যোগাযোগ ছিল। রাত চারটার দিকে তিনি মনিরামপুর উপজেলা শহরে বাস থেকে নামেন। পরিবারের লোকজন তাকে আনতে গেলে সেখানে গিয়ে পাননি। পরে আজ সকালে লোকমারফত জানতে পারেন সাতনল ব্রিজের কাছে তার লাশ পাওয়া গেছে। জাহাঙ্গীর সেখানে কিভাবে লোক আর কিভাবে মারা গেলেন তা তারা জানেন না।
এ বিষয়ে মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহত জাহাঙ্গীরের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ফলে কিভাবে মারা গেছেন ময়নাতদন্তে রিপোর্ট ছাড়া বলা সম্ভব হচ্ছে না। এ কারণে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনিরামপুরে যুবকের লাশ উদ্ধার
Leave a comment