মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলীর মা জরিনা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে উপজেলার মাছনা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী—–রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে স্বামী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।সোমবার দুপুরে মাদ্রাসা মাঠে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা নামাজ শেষে মাদ্রাসা কবরস্থানে দাকে দাফন করা হয়। জরিনা বেগম মাছনা গ্রামের কৃষক আবুল খায়ের সরদারের স্ত্রী।
মৃত্যুর খবর পেয়ে বাড়িতে গিয়ে মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, আসাদুজ্জামান মিন্টু, খান শফিয়ার রহমান, আবদুস সালাম, শরিফুল ইসলাম, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক খলিলুর রহমান, মোস্তাফিজুর রহমান, থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুর ইসলাম রিয়াদ, ফরহাদ হোসেন, মাসুদ পারভেজ রুবেল, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মজনুর রহমান, জয়নুল আবেদীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মনিরামপুরে যুবদল নেতার মায়ের ইন্তেকাল
Leave a comment