মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে গুলি করে নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক উদয় শংকর বিশ্বাসকে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী ফুঁসে উঠেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদকের উপস্থিতিতে স্মরনসভা অনুষ্টিত হয়। অপরদিকে নেহালপুর কলেজ এবং টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শামিম আল সাইফুল ইসলাম সোহাগ। উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তির সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, শরিফুল ইসলাম রিপন, রুহুল আমিন, অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, নিহত উদয় শংকরের কাকা আনন্দমোহন বিশ্বাস, কালিপদ বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, নেহালপুর স্কুল এন্ড কলেজের সংস্কৃতি বিভাগের প্রভাষক উদয় শংকর বিশ্বাস ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। এ ছাড়াও তিনি টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। বিদ্যালয়ের কমিটি গঠন ও তিনজন কর্মচারী নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত হরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ত্রান ও পুনর্বাসন সম্পাদক ঘের ব্যবসায়ী পবিত্র বিশ্বাসের সাথে উদয়ের চরম বিরোধ বাধে। নিহতের মা ছবি রানী বিশ্বাস অভিযোগ করেন, বিরোধের জের হিসেবে পবিত্র বিশ্বাস এলাকার চরমপন্থী সংগঠনের সন্ত্রাসীদের ভাড়া করে গত ১৬ অক্টোবর সকাল সাতটার দিকে বাড়ির সামনে উদয় শংকরকে গুলি করে হত্যা করে। হত্যাকান্ডের ঘটনায় আওয়ামী লীগের সাবেক নেতা পবিত্র বিশ্বাসসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের মা ছবি রানী বিশ্বাস। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে মামলার আসামি পরিতোষ বিশ্বাস ও উত্তম বিশ্বাসকে আটক করে। কিন্তু এখনও প্রধান আসামি পবিত্র বিশ্বাসসহ অন্যদের আটক করতে পারেনি।