
মোস্তাফজিুর রহমান, মনিরামপুরঃ মনরিামপুররে নেহালপুর ইউনিয়নে শুক্রবার দিবাগত গভীর রাতে পাঁচাকড়ি গ্রামের শ্যামা প্রসাদ র্কমকার এর একমাত্র পুত্র উদয় নারাযন র্কমকার নিজ বাড়ির বারান্দার ছাদরে কড়ের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে ওই সময় মৃত উদয় নারায়ণরে মা-বাবা স্ত্রী সন্তান সবাই বাড়িতে ছিলো। এ উদায় র্কমকাররে বাবা ও মা জানান সে বিভিন্ন জায়গায় দায়দেনা আছে সব সময তা নিয়ে চিন্তা করতো। তার স্ত্রী চায়না র্কমকার জানান আমার স্বামী মাঝে মাঝে নেশা করতো এবং ঝগড়াঝাটি লগে থাকতো কিন্তু গতকাল আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় নাই। সে রাত্রে ঘরের থেকে বারান্দায় এসে বসে ছিলো এবং কখন গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করছে জানিনা পরে রাত্র ৩ টার দিকে আমি ও আমার মেযে অংকিতা র্কমকার ঘর থেকে বের হযে দেখি বারান্দার ছাদরে কড়রে সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে তারপর আমরা উচু করে ওড়না কেটে নিচে নামিয়ে দেখি মারা গেছে। এই ঘটনায় স্থানীয় ওর্য়াড সদস্য মুজবির রহমান জানান আমি কারো সাথে তার বিবাদ হতে দেখিনি তবে সে নেশা করতো। এ বিষয়ে মনিরামপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানান আজ সকাল ১১ টায় থানা থকেে এস আই মাছুম সংঙ্গীয় র্ফোস নিয়ে ঘটনাস্থলে আসনে সাথে ছিলেন নেহালপুর ইউ পি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন। চেয়ারম্যান জানান মৃত উদার রায় বিভিন্ন জায়গায় দায়দেনা ছিল পরিবারে মাত্র ৩ শতক জমি ছাড়া আর কিছুই নাই। এস আই মাসুম পরিবারের কাছে সবকিছু জানার পর লাশ ময়না তদন্ত না করে দাফন করার অনুমতি দেন।