মোস্তাফিজুর রহমান, মনিরামপুর : যশোরের মনিরামপুরে লাক্ষা পোকার আক্রমণে এলাকা থেকে সাবাড় হয়ে যাচ্ছে শত শত রেন্টি গাছ। উপজেলার নেহালপুর, মনোহরপুর, কুলটিয়া, দূর্বাডাঙ্গা, খানপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় কয়েক মাস ধরে এই পোকার আক্রমণ বেড়েই চলেছে। মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায় রেন্টি গাছের নরম ডালগুলোর গায়ে সাদা ছত্রাক পোকার আক্রমন বেড়েছে, মারা যাচ্ছে ৩৫/৪০ বছরের গাছ। এই গাছের কাঠ দিয়ে তৈরী হয় নির্ভর যগ্য ফার্ণিচার, স্থানীয় তৈয়েব আলী গাজী বলেন, গাছের ছোট নরম ডালের গায়ে সাদা মাকড়সার জালের মত তৈরি করছে। কয়েকদিন পর ডালগুলোর গায়ে আস্তে আস্তে লাল ও সাদা গুটি দেখা দিচ্ছে এ কারণে কয়েকদিন পর শুকিয়ে মারা যাচ্ছে রেন্টি গাছ। এলাকায় প্রচার রয়েছে এই ছত্রাক প্রতিকেজি ৪০০/ ৫০০ টাকা দামে বিক্রি হচ্ছে। গাছ মালিক হাবিবুর রহমান জানান, কয়েক মাস ধরে আমার ৬/৭ টি রেন্টি গাছ এই পোকার আক্রমণে মারা গিয়েছে। এলাকার এক শ্রেণীর যুবকেরা এই ছত্রাক বিক্রি করার উদ্দেশ্যে চুরি করে ডাল গুলো কেটে নিয়ে যাচ্ছে। চাঁপাইয়ের এক ক্রেতা মামুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভারতে আটক করে এই পোকার চাষ করা হতো, বর্তমানে এই পোকা এখন বাংলাদেশের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এই ছত্রাক দিয়ে মেশিনের মাধ্যমে শোধিত করে ফার্নিচারে ব্যবহারের গালাপালিস তৈরি করছি। উপজেলার নেহালপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা এস, এম, শফিউল আলম জানান, গাছে ছত্রাক নির্মুল নাশক ঔষুধ ব্যবহার করে দেখা যেতে পারে এই পোকা নিধন হয় কিনা।