মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর পৌরসভায় নগর পরিচালন অবকাঠামো উন্নয়ন প্রকল্প(আইইউজিআইপি)এর আওতায় নগরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন অংশিজনের মাঝে ডাষ্টবিন বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌরসভা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। পৌরসভা সূত্রে জানাযায়,এডিবি, এএফডি এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে নগর পরিচালন অবকাঠামো উন্নয়ন প্রকল্প(আইইউজিআইপি)এর আওতায় পৌরসভাকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিকের মাঝে ছোটবড় মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার ডাষ্টবিন বিতরন করা হবে। এসময় উপস্থিত ছিলেন পৌরভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহকারী কশিনার(ভুমি)নিয়াজ মাখদুম, পৌর নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, আইইউজিআইপি প্রকল্পের সহকারী প্রকৌশলী সাজ্জাদ উজ জামান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের, সিডিএ(ক্যাপাসিটি ডেভোলপমেন্ট অ্যাসোসিয়েট) আলমগীর কবীর, মনিরামপুর বনিক সমিতির সভাপতি তুলসি বসু প্রমুখ।