খানজাহান আলী থানা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপিকে পুনরায় দলীয় মনোনয়নের দাবিতে ফুলবাড়ীগেট ও রেলিগেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় খানজাহান আলী থানা এলাকাবাসী ও দৌলতপুর থানা এলাকাবাসীর উদ্যোগে ফুলবাড়ীগেট খুলনা-যশোর মহাসড়কের জনতা মার্কেট চত্বরে এবং রেলিগেট বেবিস্টান্ডের মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলা মানববন্ধনে হোসেন আলী হাওলাদার, সাইফুল ইসলাম বাবু, তোহা হাওলাদার রানা, রেজউল ইসলাম, হারান, বাপ্পি, ইমরান শেখ, সবুজ, মিরাজসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলালীগসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিল। মানববন্ধনে বক্তারা বলেন, এই অঞ্চলের মানুষের আস্থার প্রতিক বেগম মন্নুজান সুফিয়ান এমপিকে পুনরায় নৌকার মাঝি হিসাবে দেখত চায়। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনবিবেচনা করে দলের দু:সময়ের কান্ডারী শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপিকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দাবি জানায়।
অপর দকে একই দাবিতে রেলিগেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, মটরশ্রমিকলীগ, বেবি টেক্সি ইউনিয়নের সদস্যসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিল।
খুলনা-৩ আসনে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপিকে পুনরায় দলীয় মনোনয়নের দাবিতে ফুলবাড়ীগেটে এলাকার সর্বস্তরের মানুষের ব্যানারে মানববন্ধন পালন করেছে।