জন্মভূমি ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালের রামপুর ইউনিয়নের কাকচর নামক স্থানে গর্ত থেকে দুই শিশু ও এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) বিকেল ৩টার দিকে এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে পুলিশ।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বিকেল তিনটার দিকে ত্রিশালের রামপুর কাকচরে তিনটি লাশ পাওয়া গেছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক নারী ও দুই শিশুর গলিত লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর কেউ লাশ গর্ত করে মাটিচাপা দিতে পারে। হত্যার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত