
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উন্মুক্ত ওয়ার্ড সভার প্রবর্তক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন দাশ (এআইপি) রাজনীতি ও আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য মহাত্না গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছেন।
গত ১৯ জুলাই ভারতের কলকাতার জোড়া সাঁকো ঠাকুরবাড়ী রবিন্দ্র মঞ্চে স্বপন দাশকে অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প ও উদ্যান উন্নয়ন মন্ত্রী অরুপ রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তাকে এ সম্মাননা প্রদান করেন। ভারত-বাংলাদেশ মৈত্রী সোসাইটি এই মহাত্না গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড সম্মানে স্বপন দাশকে সম্মানিত করেছেন।
এর আগে গত ৭ই জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের কৃষি মন্ত্রী ড, আব্দুস শহীদ এমপি কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ন ব্যক্তি হিসেবে (এআইপি) সম্মাননা স্বরুপ স্বপন দাশকে পদক প্রদান করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, থাইল্যান্ড, ভারত, নেপাল, ব্রাজিল ও শ্রীলংকা সহ ৩১টি দেশে স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসাবে আমন্ত্রন পেয়ে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন।
মহাত্না গান্ধী ইন্টারন্যাশনাল পিস এওয়ার্ড সম্মাননা পাওয়ায় এআইপি স্বপন দাশকে ফুলেল শুভেচ্ছা জানান, পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আছাবুর রহমান, পিলজংগ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শেখ অপিরুদ্দিন অপি, সাধারন সম্পাদক মো. আবুল হোসেন গাজী, লখপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বাদল ফারাজী ও সাধারন সম্পাদক শেখ জিল্লুর রহমান প্রমুখ। এছাড়া আরো ফুলেল শুভেচ্ছা জানান, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, ইউপি সদস্য ইনছান উদ্দিন ও যুবলীগের সভাপতি শুভেন্দু রায় চৌধুরী।