বিজ্ঞপ্তি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নগর পার্টি সদস্য ও বাংলাদেশ নারীমুক্তি সংসদের খালিশপুর থানা কমিটির সভাপতি নারী নেত্রী কমরেড লাকী বেগমের শাশুড়ী মোছাঃ রাহেলা বেগম (৬৫) রাত ১১টায় খালিশপুরস্থ বাসাবাটীতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী ছিলেন। শনিবার সকাল ৯টায় নামাজে জানাজা শেষে তাকে গোয়ালখালী গোরবস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৪ কন্যা, পুত্রবধূ, জামাতা নাতি-নাতনি আত্মীয়-স্বজন রেখে গেছেন। এদিকে নারীনেত্রী কমরেড লাকী বেগমের শাশুড়ির অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, কমরেড মনির আহমেদ, কমরেড কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড ফারুক মাস্টার, কমরেড সাইদুল ইসলাম, কমরেড কৃষ্ণকান্তি ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।