
বিজ্ঞপ্তি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভা সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয় মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অর্থ পাচার রোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বাজার সিন্ডিকেট ভাঙা এবং মুক্তিযুদ্ধের চেতনায় সাম্রাজ্যবাদ বিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে পার্টি অংশগ্রহণ করেছে। নেতৃবৃন্দ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির কমরেডগণ যে সকল আসনে পার্টির হাতুড়ি প্রতীক নিয়ে লড়াই করছেন সেই সকল প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা এবং ভোট প্রদানের জন্য পার্টির নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান এবং একইসাথে ৭ জানুয়ারি নির্বাচনে সর্বস্তরের ভোটারগণকে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত