
বিজ্ঞপ্তি : খুলনা মহানগর কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য কানাই রায়ের পিতা স্বপন কুমার রায় (৭৬) মৃত্যুবরণ করেছেন। তিনি রোববার সকাল পৌনে ১১টায় নগরীর লবনচরা মাথাভাঙা এলাকার নিজবাড়ী থেকে হাসপাতালে নেয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, সহ-ধর্মিনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নগরীর রূপসা মহাশ্মশান কালীবাড়ি মন্দিরে তার সংকার অনুষ্ঠিত হয়।
এদিকে, কানাই রায়ের পিতা স্বপন কুমার রায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি ও সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুলসহ মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দ।