
বিজ্ঞপ্তি : জেলা কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন মহানগর বিএনপির সদস্য এড. মোল্লা মাসুম রশিদসহ ৫জন। রোববার দুপুরে মূখ্য মহানগর হাকিমের আদালত ৬জনকে ও জেলা জজ কোর্ট একজনকে জামিন দিয়েছেন। কারামুক্ত অন্যান্যরা হলেন সালাউদ্দিন মোল্লা বুলবুল, সওগাতুল আলম সগীর, মতিয়ার রহমান বুলেট, মিন্টু গাজী।
সন্ধ্যায় কারাগার থেকে মুক্ত হলে মহানগর বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে ফুলের মালা দিয়ে বরন করে নেয়। এ সময় উপস্থিত ছিলেন এড. নুরুল হাসান রুবা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, শেখ সাদী, বি এম তানভীরুল আজম, কে এম হুমায়ুন কবির, এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, খন্দকার হাসিনুল ইসলাম নিক, আব্দুস সালাম, এমদাদ হোসেন, সিরাজুল ইসলাম লিটন, শহিদ খান, শরিফুল ইসলাম টিপু প্রমুখ।