
বিজ্ঞপ্তি : মহানগর মহিলাদলের নেতৃবৃন্দ বলেছেন, বিদেশে চিকিৎসা নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাইয়ের করা আবেদনে আইন মন্ত্রণালয়ের সাড়া না দেয়াকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ সিদ্ধান্ত। রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও দেশ, জাতীয় ও আন্তর্জাতিক আইনে রাজবন্দিদের মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করানোর নজির আছে। দীর্ঘদিন যাবত বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নানা জটিল রোগে আক্রান্ত। পরিবার, দল ও দেশবাসীর পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কিন্তু সরকার তাকে বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছে। যেকোনো নাগরিকেরই সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। সরকারের বৈরিতার শিকার হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যথাযথ চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নবগঠিত ৫ থানা মহিলা দলের নেতৃবৃন্দ মহানগর মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তারা এসব কথা বলেন।
নেতৃবৃন্দ অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিবারের পছন্দ মোতাবেক চিকিৎসার ব্যবস্থা গ্রহণের সুযোগ দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা ও সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিন, সদর থানা মহিলা দলের আহবায়ক এড. জাহানারা পারভীন, সদস্য সচিব পারভিন বেগম, সোনাডাঙ্গা থানার আহবায়ক মরিয়ম খাতুন মুন্নি, খালিশপুর থানার আহবায়ক নিঘাত সীমা, সদস্য সচিব লুবনা ইয়াসমিন বিউটি, দৌলতপুর থানার আহবায়ক সালমা বেগম, সদস্য সচিব মদিনা আক্তার, খানজাহান আলী থানার আহবায়ক শাম্মী চৌধুরী মলি, সদস্য সচিব রেশমি সুলতানাসহ অনেকে।