
বিজ্ঞপ্তি : মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের প্রতিহত করতে হলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। খুনি ও অপশক্তিকে নির্মূল করতে সংগঠনকে সুসংগঠিত করার বিকল্প নেই। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে বেরিয়ে সুযোগ পেলেই তিনি বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংগঠনকে সুসংগঠিত করেছেন। তেমনিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর থেকেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে সংগঠনকে শক্তিশালী করেছেন। যার ফলশ্রুতিতে ’৯৬ থেকে ২০০১ এবং ২০০৮ থেকে অদ্যবধি আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। আর এর পিছনের বড় অবদান ছিলো নারী সমাজের। তিনি আরো বলেন, সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে শোকের মাসে অঙ্গীকার করতে হবে।
রবিবার বিকার ৫টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর মহিলা শ্রমিক লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুুন্সি মাহবুব আলম সোহাগ। মহানগর মহিলা শ্রমিক লীগের সভাপতি নাসরিন আক্তরের সভপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুমা আক্তার রানীর পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন মহিলা শ্রমিক লীগ নেত্রী জাহানারা আক্তার, আকলিমা, বকুল, রাশিদা, খুরশিদা, খাদিজা, সামি, রানী, বৈরাগী, পারভিন আক্তার, রুনা, সেলিনা, ফাহিমা, পারুল, পারভিন, কোহিনুর, লক্ষি রানী, খুশি বেগম, শিরিন আক্তার, রোজিনা, শাহানা, জরিনা, নুপুর, জেসমিন, জাহানুর, শিখা, সেলিনা, তানজিলা, মোমেনা, হেলেনা, সালমা, শিল্পী, ফাতেমা, খুরশিদা, ইয়াসমিন, ঝুমুর, হাওয়া, নিশাত, রিকতা, মুন্সি, আন্নি, রেনু, মমতাজ, খোদেজা, শিমু, আসমা, নয়ন শাকিলা, পিংকিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

