
বিজ্ঞপ্তি : নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকার শুভেচ্ছা সম্বলিত প্রকার ব্যানার প্যানা পোস্টার ফেস্টুন স্বেচ্ছায় সরিয়ে নেয়ার আদেশের প্রেক্ষিতে নিজের প্যানা ও ব্যানার খোয়ানোর ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মহানগর মহিলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা রহমান শান্তি জানান, আমি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯, ১৪ ও ১৫নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ওয়ার্ডের বিভিন্ন স্থানে তিন শতাধিক ফেস্টুনের মাধ্যমে ওয়ার্ডবাসীদের শুভেচ্ছা জানাই।
নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী এলাকার সকল প্রকার ব্যানার, প্যানা, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নেওয়ার আদেশকে সম্মান জানিয়ে তিনটি ওয়ার্ড থেকে ফেস্টুন সরিয়ে নেবার সময় মাত্র ১৫০টি ফেস্টুন হাতে পাই। এই আদেশের সঙ্গে-সঙ্গে দুষ্কৃতিকারীরা তার বাকি ১৫০টি ফেস্টুন নিয়ে গেছে এবং আগামী নির্বাচনে তাকে ষড়যন্ত্রে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে মহানগর মহিলা শ্রমিক লীগের সভাপতি মাসুমা আক্তার রানী বলেন, নির্বাচনের মাঠে সবাই থাকবে কিন্তু প্রতিহিংসা পরায়ণ এরকম ঘটনা দু:খজনক। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।